সোমবার, ২৭ মার্চ, ২০১৭

বাংলাদেশ সেনাবাহীনিকে হেয় করার ষড়যন্ত্র কেন ?


সিলেটের আতিয়া মহলের এই সন্ত্রাসীদের ঘায়েল করতে বাংলাদেশ সেনাবাহীনির প্যারা কমান্ডো ব্যাটালিয়ন এর ১০ মিনিটের বেশি লাগার কথা নয়। অথচ আজ ৩ দিন হতে চললো তেমন সুবিধাই করতে পারছে না। 
ব্যাপারটা এমন ভাবে সাজিয়েছে- পুলিশ অপারেশনে ফেইল মারলো, র‌্যাব ফেল মারলো, সোয়াত ফেল, সেনাবাহীনির প্যারা কমান্ডো ব্যাটালিয়ন আনা হলো তারাও নাকানি চুবানি খাচ্ছে।
অথচ এই বাহিনী গুলশান রেস্তোরায় সন্ত্রাসীদের উড়িয়ে দিতে ১১ মিনিটের বেশি সময় নেয়নি।

আফসোস ,এই বাহীনির ব্রিগেডিয়ার ফখরুল প্রেস ব্রিফিং এ বলেন, “তাদের (সন্ত্রাসীদের) কাছে স্মল আর্মস আছে, এক্সপ্লোসিভ আছে, আইইডি আছে, তারা ওয়েল ইকুইপড “
আপনারাই বলুন স্মল আর্মস দিয়ে সেনাবাহিনীর অ্যাসল্ট টীমকে রোখা যায়?

তিনি আরো বলেন, “আমরা যে গ্রেনেড ছুড়েছি, তারা সেগুলো ধরে উল্টা আবার আমাদের দিকে নিক্ষেপ করেছে। টিয়ার শেল ছুড়লে যে আগুন জ্বালাতে হয়, তারা এসব টেকনিক জানে।”
এটা কি একটা কমান্ডে টীমের নেতার মত কথা? 
তাদের গ্রেনেড তাদের দিকে ধরে ছুড়ে মারছে। আশ্চার্য!!!! মান সম্মান এভাবে নষ্ট না করলে কি হতো না।

কখন নাগাদ অভিযান শেষ হতে পারে- প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমাদের কমান্ডোরা চেষ্টা করছে। নিশ্চিত করে বলতে পারছি না যে অপারেশন কখন শেষ হবে। অপারেশন পরিচালনা বেশ ডিফিকাল্ট হচ্ছে।” (http://bit.ly/2nBQ5UP)
৩/৪ জন সন্ত্রাসীকে ঘায়েল করতে কত সময় লাগবে সেটা হিসাব করতেই গলগর্ধম হয়ে যাচ্ছে!!!! এটা ভাবা যায়?

বাংলাদেশ সেনাবাহীনিকে হেয় করা হচ্ছে কেন? 
উত্তর একটাই , ভারতের সাথে সামরিক চুক্তির গুরুত্ব ফুটিয়ে তোলা। যদি সামরিক চুক্তি হয় এ ধরনের পরিস্থিতিতে ভারত ফোর্স পাঠাবে। অর্থাৎ বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর মাথায় কাঁঠাল ভেঙ্গে খাওয়ার পায়তারা। একারনে তারা বাংলাদেশ সেনাবাহীনিকে হেয় করে উপস্থাপন করছে। সেনাবাহিনী সদস্যরা যেহেতু কমান্ড ছাড়া কাজ করে না তাই তারা চুড়ান্ত হিট করতে পারছে না। অফিসাররা কোন অদৃশ্য শক্তিবলে হিট কমান্ড দিতে পারছে না। আর এদিক দিয়ে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। মান সম্মান হারাচ্ছে সেনাবাহিনী। যদি আমাদের সেনাবহিনীকে স্বাধীন ভাবে হ্যান্ডেল করার সুযোগ দেয়া হতো তাহলে পুরা বাড়ি সহ সন্ত্রাসীদের ধুলিস্বাত করতে ১৫/২০ মিনিট লাগার কথা নয়...............অথচ দিনের পর দিন গড়িয়ে চলেছে!

অথচ আমরা জানি বর্তমান যে পরিস্থিতি এটা হ্যান্ডেল করতে র‌্যাবই যথেষ্ট ছিলো, সেনাবাহিনী নিয়ে সার্কাস দেখানো এটা নাটক ও ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ।।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন