সমস্ত প্রসংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামীন উনার জন্য । এবং বেশুমার দরুদ ও সালাম যিনি কুল ক্বায়িনাতের রহমত, রহমাতুল্লিল আলামীন, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য।
উনাদের দয়া এবং ইহসানের বদৌলতে আমরা বিগত পোস্টে কুরআন শরীফ উনার ৫নং সূরা সূরা মায়েদা ১৫ নং আয়াত শরীফ উনার তাফসীরে জগৎ বিখ্যাত ত্রিশটিরও বেশি তাফসীরের কিতাব থেকে প্রমাণ করে দেখিয়েছি উক্ত আয়াত শরীফে বর্নিত "নূর" হচ্ছেন হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আজকের পোস্টেও আমরা কুরআন শরীফের একটা আয়াত শরীফ এবং সেই সাথে নির্ভরযোগ্য ও সর্বজনমান্য তাফসীর শরীফের কিতাব থেকে প্রমান দেখাবো হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হচ্ছেন "নূর"।
মহান আল্লাহ পাক কুরআন শরীফে ইরশাদ করেন--
الله نور السماوات والارض مثل نوره كمشكوة
অর্থ: আল্লাহ পাক আসমান ও জমীনের আলো দানকারী তাঁর নূরের মেছাল হলো- যেমন তাকের উপর একটি বাতি।"
দলীল-
√ সূরা নূর ৩৫ আয়াত।
পৃথিবীর সকল অনুসরনীয় মুফাসসিরে কিরামগন উক্ত আয়াত শরীফে বর্নিত مثل نوره বা, নূরের মেছাল বলা হয়েছে উক্ত "নূর" দ্বারা সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে উল্লেখ করেন।
নিম্নে উক্ত আয়াত শরীফে "মাছালু নূরীহি" শব্দের সহীহ এবং গ্রহনযোগ্য ব্যাখ্যা তুলে ধরা হলো--
(১) রঈসূল মুফাসসিরীন, বিশিষ্ট ছাহাবী, হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু আনহু বলেন-
مثل نوره- نور محمد صلي الله عليه و سلم في اصلاب اباءه علي هذا الوصف
অর্থ: এ আয়াত শরীফে বর্নিত নূর হলো, নূরে মুহম্মদী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে নূর মুবারক উনার পূর্ব পুরুষগনের পৃষ্ঠ মুবারকে ছিল।"
দলীল-
√ তাফসীরে ইবনে আব্বাস ৪র্থ খন্ড ২৪ পৃষ্ঠা।
(২) তাজুল মুফাসসিরীন,রঈসূল মুহাদ্দিসিন,হাফিজে হাদীস আল্লামা জালালুদ্দীন সূয়ুতী রহমাতুল্লাহি আলাইহি উক্ত নূর শব্দের ব্যাখ্যায় বলেন-
مثل نوره- واخرج عبد بن حميد وابن جرير وابن منذر وابن ابي حاتم وابن مردويه عن شمر بن عطيه قال جاء ابن عبس رضي الله عنه الي كعب الاحبار فقال حدثني عن قول الله - الله نور السموات والارض مثل نور- قال مثل نور محمد صلي الله عليه و سلم كمشكوة و اخرج ابن جرير و ابن ابي حاتم عن سعيد بن جبير "مثل نور" قال محمد صلي الله عليه و سلم
অর্থ : .............হযরত আবদ ইবনে হুমাইদ বর্ণনা করেন, হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু আনহু হযরত কা'ব ইবনুল আহবার রদ্বিয়াল্লাহু আনহু উনার নিকট "মাছালু নূরীহি" এর ব্যাখ্যা জানতে চাইলে তিনি বলেন, এ আয়াতের ব্যাখ্যা হলো- হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরের মেছাল। আর হযরত ইবনে জারীর ও ইবনে আবী হাতিম, রহমাতুল্লাহি আলাইহিম হযরত সাঈদ ইবনে যুবায়ের রদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ননা করেন- আয়াতে বর্নিত "নূর" হলেন- হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।"
দলীল-
√ তাফসীরে দুররুল মানছুর ৫ম খন্ড ৪৯ পৃষ্ঠা।
(৩) খতেমুল মুহাক্কেকীন, মুফতীয়ে বাগদাদ, আল্লামা আবুল ফযল শিহাবউদ্দিন মাহমূদ আলূসী বাগগাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন--
مثل نوره- المراد بنوره رسوله محمد صلي الله علي و سلم و قدجاء اطلاق النور عليه الصلوة والسلام في قوله تعالي - قد جاءكم من الله نور و كتاب مبين
অর্থ: এ আয়াত শরীফে বর্নিত "নূর" দ্বারা মূলত তাঁর রসূল হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বুঝানো হয়েছে। কারন কুরআন শরীফে অন্যত্র হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে নূর বলা হয়েছে। যেমন আল্লাহ পাক বলেন- নিশ্চয়ই মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে তোমাদের নিকট "নূর" অর্থাৎ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং কুরআন শরীফ এসেছে।"
দলীল-
√ তাফসীরে রুহুল মায়ানী ১০ খন্ড ১৬৬ পৃষ্ঠা।
(৪) উস্তাজুল হাকীম, শায়েখ তানতাবী জাওহারী রহমাতুল্লাহি আলাইহি বলেন-
مثل نوره- فقالوا ذالك تمثيل لمحمد صلي الله عليه و سلم...ان هذا التمثيل لنور محمد صلي الله علي و سلم
অর্থ : উক্ত আয়াত শরীফের ব্যাখ্যায় মুফাসসিরীনে কিরামগন বলেন, আয়াত শরীফে বর্নিত নূরের মেছাল হলেন- হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
..নিশ্চয়ই "নূরে মুহম্মদী" ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মেছাল।"
দলীল-
√ আল জাওয়াহির ফী তাফসীরে কুরআনীল কারীম ১২ তম খন্ড ২৪-২৫ পৃষ্ঠা।
(৫) বিখ্যাত মুফাসসির আল্লামা ইসমাঈল হাক্কী রহমাতুল্লাহি আলাইহি বলেন-
مثل نوره- در روح الارواح اورده كه ان نور حضرت محمد يست عليه السلام
অর্থ : "রুহুল আরওয়াহ" নামক কিতাবে বর্নিত আছে যে,আয়াত শরীফে বর্নিত উক্ত "নূর" হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।"
দলীল-
√ তাফসীরে রুহুল বয়ান ৬ষ্ঠ খন্ড ১৫৬ পৃষ্ঠা।
(৬) বিখ্যাত মুফাসসির, হযরতুল আল্লামা আবি আব্দুল্লাহ বিন আহমদ আল আনছারী আল কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি লিখেন-
مثل نوره- وسمي نبيه نورا فقال - قد جاءكم من الله نور و كتاب مبين
অর্থ: মহান আল্লাহ পাক উনার নবীকে "নূর" বলে নামকরন করেছেন। যেমন- আল্লাহ পাক উনার বানী, তোমাদের কাছে আল্লাহ পাক উনার তরফ থেকে নূর এবং সুস্পষ্ট কিতাব এসেছে।"
দলীল-
√ আল জামিউল আহকামিল কুরআন ১২ খন্ড ২৫৭ পৃষ্ঠা।
(৭) আল্লামাতুল হিবর, বায়হাক্বিউল ওয়াক্বত, আলামুল হুদা কাজী ছনাউল্লাহ পানীপথি রহমাতুল্লাহি আলাইহি বলেন-
متل نوره- وقال سعيد بن جبير و الضحاك هو محمد صلي الله علي و سلم
অর্থ : হযরত সাঈদ বিন জুবাইর রদ্বিয়াল্লাহু আনহু এবং হযরত দোহাক রহমাতুল্লাহি আলাইহি বলেন- ( নূর) তিনি হচ্ছেন হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।"
দলীল-
√ তাফসীরে মাজহারী ৬ষ্ঠ খন্ড ৫২২ পৃষ্ঠা।
(৮) শায়খুল ইসলাম, আল্লামাতুত মুফাসসির, আবুল ক্বাসেম মুহম্মদ ইবনে আহমদ ইবনে জুয্যিয়াল কালবী রহমাতুল্লাহি আলাইহি বলেন-
مثل نور- وقيل الضمير في نوره عاءد سيدنا محمد صلي الله عليه و سلم
অর্থ: উক্ত আয়াত শরীফে বর্নিত "নূর" এর জমীর বা সর্বনাম হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দিকে ফিরেছে। অর্থাৎ উক্ত আয়াতে নূর হলেন হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।"
দলীল-
√ আত্ তাসহীল লি উলূমিত তানযীল ২য় খন্ড ৯৩ পৃষ্ঠা ।
(৯) মুফাসসির হযরত আলী ইবনে মুহম্মদ ইবনে হাবীব মাওয়ারাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন-
مثل نوره- مثل نور محمد صلي الله عليه و سلم قاله ابن شجرة
অর্থ : উক্ত নূর হচ্ছে, নূরে মুহম্মদী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মেছাল। হযরত ইবনে শাজারা রহমাতুল্লাহি আলাইহি এরুপ মত পোষন করেন।"
দলীল-
√ তাফসীরে মাওয়ারাদী ৪র্থ খন্ড ১০২ পৃষ্ঠা ।
(১০) ইমামুল কবীর, আল্লামা আবু জাফর মুহম্মদ ইবনে জরীর তাবারী রহমাতুল্লাহি আলাইহি বলেন-
متل نوره--- فقال كعب متل نور مثل محمد صلي الله عليه و سلم
অর্থ: এ আয়াতে নূর শব্দের ব্যাখ্যায় হযরত কা'ব রদ্বিয়াল্লাহু আনহু বলেন, তাঁর নূরের মেছাল অর্থাৎ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মেছাল।"
দলীল-
√ তাফসীরে জামিউল বয়ান (তাবারী) ১৮ খন্ড ১০৬ পৃষ্ঠা ।
উপরোক্ত নির্ভরযোগ্য তাফসীর গ্রন্থ ছাড়া দুনিয়ার সকল নির্ভরযোগ্য তাফসীর গ্রন্থে কুরআন শরীফ উনার "সূরা নূর ৩৫ নং " আয়াত শরীফের "মাছালূ নূরীহি" এর ব্যাখ্যায় নূর দ্বারা হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকেই বুঝানো হয়েছে ।
দলীল-
√ তাফসীরে মায়ানিউত তানযীল ৩য় খন্ড ৩৩১ পৃষ্ঠা।
√ তাফসীরে যাদুল মাসীর লি ইবনে জাওযী ৫ম খন্ড ৩৮২ পৃষ্ঠা।
√ তাফসীরে হাক্কানী ৩৪ পৃষ্ঠা ।
√ তাফসীরে জিয়াউল কুরআন ৩য় খন্ড ৩২৭ পৃষ্ঠা।
√ আদ দুররুল মাছুন ফি উলুমিল কিতাবিল মাকুন ৫ম খন্ড ২১৯ পৃষ্ঠা ।
ইত্যাদি তফসীর গ্রন্থ সহ শতশত তাফসীরে কিতাব দ্রষ্টব্য ।
সূতরাং অনুসরনীয় মুফাসসিরীনে কিরাম রহমাতুল্লাহি আলাইহি উনাদের বিখ্যাত এবং নির্ভরযোগ্য তাফসীর হতে দিবালোকের ন্যায় প্রমান হলো যে, সূরা নূরে ৩৫ নং আয়াতে শরীফে "নূর" শব্দ দ্বারা হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বুঝানো হয়েছে। যেহেতু তিনি আপাদমস্তক নূর বা নূরে মুজাসসাম। তাই মহান আল্লাহ পাক উনার হাবীব সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, রহমাতুল্লিল আলামীন, হাবীবুল্লাহ, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে নূর বলে উল্লেখ করেছেন।
সুবহানাল্লাহ্ !!!
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন