শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১৭

সহীহ মুসলিম শরীফের একটা পরিচ্ছেদের নামই হচ্ছে ‘লা’ইলাহা ইল্লাল্লাহু মুহম্মদুর রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’



সালাফীরা নাকি পবিত্র কালিমা তাইয়্যিবা খুঁজে পায় না। অথচ তারা সারাদিন যে বুখারী মুসলিম পড়ে সেখানেই এই পবিত্র কালিমার দলীল আছে। সিয়া সিত্তার অন্যতম কিতাব “সহীহ মুসলিম শরীফের” কিতাবুল ঈমান অধ্যায়ের একটা বাব আছে যার নাম হচ্ছে باب الأَمْرِ بِقِتَالِ النَّاسِ حَتَّى يَقُولُوا لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ‏‏ । ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি এখানে একটা বাব দাঁড় করিয়েছেন যার শিরোনামই হচ্ছে লা’ইলাহা ইল্লাল্লাহু মুহম্মদুর রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। 
এখন সালাফীরা কি ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি উনাকে মুশরিক ফতোয়া দিবে? 
উনি কি সঠিক কালিমা শরীফ জানতেন না? 
এর জবাব সালাফীদের কাছে আশা করছি। যদি তারা জবাব দিতে না পারে তারা যেন কালিমা শরীফ নিয়ে বিরোধীতা না করে। 
ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি বাব রচনা করছেন, তার অর্থ হচ্ছে সেই সব লোকদের কতল করতে নির্দেশ দিন যতক্ষণ না তারা স্বীকার করে যে, লা’ইলাহা ইল্লাল্লাহু মুহম্মদুর রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।”
অর্থাৎ হযরত ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি উনার ফতোয়া মোতাবেক কালিমা শরীফ অস্বীকার করে সালাফীদের কতল হয়ে যাওয়ার কথা। ইসলামী খিলাফত কায়েম থাকলে হয়তো তাই হতো।
সালাফীদের অন্যতম হাদীস শরীফের সাইট hadithbd.com এর মুসলিম শরীফের লিংক দিচ্ছি যেখানে এই কালিমা শরীফ পাবেন (http://bit.ly/2kaS54W)। এই লিংকে ঢুকে ৩২ নম্বর হাদীস শরীফের বাবটা একটু চেক করেন।
হাদীস শরীফের অন্যতম সাইট sunnah.com এর মুসলিম শরীফের মাঝেও এই কালিমা শরীফ পাবেন (https://sunnah.com/muslim/1/33)।
ছবি ক্যাপশন: মুসলিম শরীফ আরবি স্ক্যান করা তরজমাতুল বাবের অংশ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন