মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭

সহীহ হাদীস শরীফ দ্বারা প্রমাণিত কালিমা শরীফ “লা ইলাহা ইল্লাল্লাহু মুহম্মদুর রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম”



সালাফীরা গোমরাহীর এতটাই অতল গহ্বরে নিমজ্জিত হয়েছে যে তারা পবিত্র কালিমা শরীফ “লা ইলাহা ইল্লাল্লাহু মুহম্মদুর রসূলুল্লাহ” ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অস্বীকার করে। তারা বলে এই কালিমা শরীফ শিরিক। এমন কালিমা শরীফ হাদীস শরীফে নেই। এখানেই তারা থেমে যায়নি, বরং তারা এটা বলে যেসব মসজিদে পবিত্র কালিমা শরীফ লেখা আছে তা ভেঙ্গে ফেলতে হবে। এমনকি খবরে এটাও জানা গেছে বিভিন্ন জায়গায় তারা মসজিদ থেকে কালিমা শরীফ মুছে ফেলার মত নিকৃষ্ট কাজ করার চেষ্টাও করেছে। পরবর্তীতে অবশ্য জনগনের হাতে ধরা পরে গনধোলাইও খেয়েছে। 

যাইহোক আসুন আমরা সহীহ হাদীস শরীফ থেকে “লা ইলাহা ইল্লাল্লাহু মুহম্মদুর রসূলুল্লাহ” ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কালিমা শরীফ এর দলীল দেখি। সহীহ হাদীস শরীফে বর্ণিত আছে,

نعيم الغفاري بن عم أبي ذر له صحبة ذكره يونس بن بكير في زيادات المغازي وأخرجه الحاكم من طريق يونس عن يوسف بن صهيب عن عبد الله بن بريدة عن أبيه قال انطلق أبو ذر ونعيم بن عم أبي ذر وأنا معهم يطلب رسول الله صلى الله عليه و سلم وهو مستتر بالجبل فقال به أبو ذر يا محمد أتيناك لنسمع ما تقول قال أقول لا اله الا الله محمد رسول الله فآمن به أبو ذر وصاحبه

অর্থ: হযরত বুরাইদা রদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত আবু জর রদ্বিয়াল্লাহু আনহু ও হযরত নুআইম রদ্বিয়াল্লাহু আনহু উনারা দুজন হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খোঁজে বের হন। আমি তাঁদের সাথে ছিলাম। হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন এক পাহাড়ের আড়ালে ছিলেন। তখন হযরত আবু জর রদ্বিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি কি বলেন আমরা শুনতে এসেছি। তখন হযরত রাসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আমি বলি “লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ” (ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম )। (আল ইসাবা ইবনে হাজর ৬/৩৬৫, হাদীস নং ৮৭৯২) এই হাদীসের সনদ সহীহ, এবং সব বর্ণনাকারী নির্ভরযোগ্য।

ﻋﻦ ﺍﻧﺲ ﺑﻦ ﻣﺎﻟﻚ ﻗﺎﻝ : ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ : ﺩَﺧَﻠْﺖُ ﺍﻟﺠَﻨَّﺔَ ﻓَﺮَﺃﻳْﺖُ ﻓِﻲ ﻋﺎﺭِﺿَﺘِﻲ ﺍﻟﺠَﻨَّﺔِ ﻣَﻜْﺘُﻮﺑﺎً ﺛﻼﺛﺔ ﺃﺳﻄﺮ ﺑﺎﻟﺬﻫﺐ : ﺍﻟﺴﻄﺮ ﺍﻷﻭﻝ ﻻ ﺇﻟﻪ ﺇِﻟَّﺎ ﺍﻟﻠﻪ ﻣﺤﻤَّﺪٌ ﺭَﺳﻮُﻝُ ﺍﻟﻠﻪ ﻭﺍﻟﺴَّﻄﺮُ ﺍﻟﺜَّﺎﻧِﻲ ﻣﺎ ﻗﺪﻣﻨﺎ
ﻭَﺟَﺪْﻧﺎ ﻭَﻣَﺎ ﺃﻛَﻠْﻨﺎ ﺭَﺑِﺤْﻨﺎ ﻭَﻣَﺎ ﺧَﻠَّﻔْﻨﺎ ﺧَﺴِﺮْﻧﺎ ﻭﺍﻟﺴَّﻄْﺮُ ﺍﻟﺜَّﺎﻟِﺚُ ﺃُﻣَّﺔٌ ﻣُﺬْﻧِﺒَﺔٌ ﻭَﺭَﺏٌّ ﻏَﻔُﻮﺭٌ

হযরত আনাস রদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিরাজ শরীফের সময় আমি জান্নাতে প্রবেশের সময় এর দু’পাশে দেখি তিনটি লাইনে স্বর্ণাক্ষরে লেখা :
প্রথম লাইন. লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
দ্বিতীয় লাইন. আমরা যে ভালো কর্ম পেশ করেছি, তা পেয়েছি। যা খেয়েছি তা থেকে উপকৃত হয়েছি। যা ছেড়ে এসেছি, তাতে ক্ষতিগ্রস্ত হয়েছি।
তৃতীয় লাইন, উম্মত হলো গোনাহগার, আর রব হলো ক্ষমাশীল। (জামেউস সগীর সুয়ূতী ১/৮৭১ হাদীস নং ৪১৮৬, ইমাম সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি হাদীসটি সহীহ বলেছেন)

ﻋَﻦِ ﺍﺑْﻦِ ﻋَﺒَّﺎﺱٍ ﻗَﺎﻝَ : ‏« ﻛَﺎﻧَﺖْ ﺭَﺍﻳَﺔُ ﺭَﺳُﻮﻝِ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﺳَﻮْﺩَﺍﺀَ ﻭَﻟِﻮَﺍﺅُﻩُ ﺃَﺑْﻴَﺾُ، ﻣَﻜْﺘُﻮﺏٌ ﻋَﻠَﻴْﻪِ : ﻟَﺎ ﺇِﻟَﻪَ ﺇِﻟَّﺎ ﺍﻟﻠَّﻪُ ﻣُﺤَﻤَّﺪٌ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ

ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ঝান্ডাটি ছিল কালো এবং পতাকাটি ছিল সাদা রঙের। এই পতাকায় লেখা ছিল “লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ”। (আল মু’জামুল আওসাত তাবরানী ১/১২৫ হাদীস নং ২২১ , এই হাদীসের বর্ণনাকারীগণ সবাই নির্ভরযোগ্য)
হযরত আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত দীর্ঘ এক হাদীসে হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখনকার কাফের ও সত্যিকারের মুসলমানদের অবস্থার বিবরণ দিতে গিয়ে নিম্নে বর্ণিত আয়াতের আলোকে বলেন-
ﺇِﺫْ ﺟَﻌَﻞَ ﺍﻟَّﺬِﻳﻦَ ﻛَﻔَﺮُﻭﺍ ﻓِﻲ ﻗُﻠُﻮﺑِﻬِﻢُ ﺍﻟْﺤَﻤِﻴَّﺔَ ﺣَﻤِﻴَّﺔَ ﺍﻟْﺠَﺎﻫِﻠِﻴَّﺔِ ﻓَﺄَﻧْﺰَﻝَ ﺍﻟﻠَّﻪُ ﺳَﻜِﻴﻨَﺘَﻪُ ﻋَﻠَﻰ ﺭَﺳُﻮﻟِﻪِ ﻭَﻋَﻠَﻰ ﺍﻟْﻤُﺆْﻣِﻨِﻴﻦَ ﻭَﺃَﻟْﺰَﻣَﻬُﻢْ ﻛَﻠِﻤَﺔَ ﺍﻟﺘَّﻘْﻮَﻯ ﻭَﻛَﺎﻧُﻮﺍ ﺃَﺣَﻖَّ ﺑِﻬَﺎ ﻭَﺃَﻫْﻠَﻬَﺎ ﻭﻫﻰ ﻻ ﺍﻟﻪ ﺇﻻ ﺍﻟﻠﻪ ﻣﺤﻤﺪ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ”

কাফেররা মুসলমানদের সাথে সেই অজ্ঞ যুগের বাড়াবাড়িতে লিপ্ত ছিল। এমতাবস্থায় আল্লাহ তা’আলা মুসলমানদের একত্মবাদের ফলে হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও মুমিনদের ওপর স্বীয় প্রশান্তি অবতরণ করেন। আর তাদের জন্য তাকওয়ার কালিমা আবশ্যক করে দেন। যার সত্যিকার ধারক তারাই৷ এই তাকওয়ার কালিমাটি হলো “লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ”। (বায়হাকী পৃ. ১৩১ কিতাবুল আসমা ওয়াসসিফাত, এই হাদীসের সব বর্ণনাকারী নির্ভরযোগ্য, হাদীসটি সহীহ৷)

فالرسول وأتباعه يعبدون الله بما شرعه؛ ولهذا كان كلمة الإسلام "لا إله إلا الله محمد رسول الله" أي: لا معبود إلا الله ولا طريق إليه إلا بما جاء به الرسول صلى الله عليه وسلم

হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও উনার অনুসারীরা আল্লাহর ইবাদত করতেন যা তিনি নির্দেশ করতেন । এই জন্য সর্বযুগে ইসলামের কালিমা ছিল لا اله إلا الله محمد رسول الله ( লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ) । অর্থাৎ আল্লাহ ছাড়া কেও উপাসনার উপযুক্ত নয় । আর আল্লাহর ইবাদতের মাধ্যম হল রাসুলের আনিত বিষয়ের অনুস্মরণ । (তাফসীরে ইবনে কাছির, ৮/৫০৮)

এছাড়া, তাফসীরে তাবারীর সূরা নিছা ৯৪ নম্বর আয়াতের তাফসীরে ১০২২১ নম্বর হাদীস শরীফে পবিত্র কালিমা শরীফ لا إله إلا الله محمد رسول الله উল্লেখ করা হয়েছে। 
তাছাড়া উম্মতের ইজমা ও নিরবচ্ছিন্ন আমলী সূত্র পরম্পরায়ও তা কালিমায়ে তাইয়্যিবাহ হিসেবে স্বীকৃত ৷
এর পরও যারা এই কালিমাটি হাদীসে নেই বলে ৷ উক্ত কালিমা নিয়ে শিরক শিরক করে বোঝা যায় তাদের ভিন্ন কোন উদ্দেশ্য আছে ৷ তারা নবীজীর দুশমন ইহুদী এজেন্ট।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন