আল্লাহ পাক ঈদে মীলাদুন্নবী পালন করেছেন, ওহাবীরা বিদয়াত বলার কে?
আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালাম উনার ব্যাপারে ইরশাদ করেন ,
وَسَلَامٌ عَلَيْهِ يَوْمَ وُلِدَ
অর্থ : উনার প্রতি সালাম ( শান্তি), যেদিন তিনি বিলাদত শরীফ লাভ করেছেন !” (সূরা মারইয়াম ১৫)
অনুরুপ হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে,যেটা তিনি নিজেই বলেন-
وَالسَّلَامُ عَلَيَّ يَوْمَ وُلِدتُّ
অর্থ : আমার প্রতি সালাম বা শান্তি যেদিন আমি বিলাদত শরীফ লাভ করি!” (সূরা মারইয়াম ৩৩)
আয়াত শরীফ থেকে কয়েকটা পয়েন্ট ফিকির করুন,
১) আল্লাহ পাক সালাম দিচ্ছেন।
২) একজন নবীর প্রতি।
৩) বিলাদত বা জন্ম উপলক্ষে।
৪) জন্মের দিনে।
অর্থাৎ যেটা বোঝা গেলো, স্বয়ং আল্লাহ পাক উনার নবীর জন্ম উপলক্ষে , জন্মগ্রহণের দিনে সালাম বা শান্তি প্রেরন করে খুশি প্রকাশ করলেন।
এই যদি হয় ব্যাপার, তাহলে সকল নবীদের নবী রসূলদের রসূল হাবিবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিলাদত শরীফ বা আগমন দিবসে সালাম প্রেরন করেন না? খুশি হন না?
তাহলে আমরা বান্দা হয়ে উম্মত হয়ে নিয়মাতুল কুবরা আলাল আলাম হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে পেয়ে খুশি প্রকাশ করলে সমস্যা কোথায়?
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন