শুক্রবার, ১ জুন, ২০১৮

হযরত উমর ইবনে খত্তাব আলাইহিস সালাম উনার যামানায় রমাদ্বান মাসে ২০ রাকাত তারাবীর নামায পড়ার সহীহ দলীল


হযরত উমর ইবনে খত্তাব আলাইহিস সালাম উনার যামানায় রমাদ্বান মাসে ২০ রাকাত তারাবীর নামায পড়ার সহীহ দলীল


বিষয়ে সহীহ সনদে হাদীছ শরীফে বর্ণিত আছে,
حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ ، عَنْ يَزِيدَ بْنِ خُصَيْفَةَ ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ ، قَالَ : " كَانُوا يَقُومُونَ عَلَى عَهْدِ عُمَرَ بْنِ الْخَطَّابِ فِي شَهْرِ رَمَضَانَ بِعِشْرِينَ رَكْعَةً

অর্থ: হযরত উমর ইবনে খত্তাব আলাইহিস সালাম উনার যামানায় রমাদ্বান মাসে মানুষেরা ২০ রাকাত তারাবীহ পড়তো
(দলীল: মুসনাদে ইবনু জা
লেখক: হযরত আলী ইবনে জা রহমতুল্লাহি আলাইহি জন্ম: ১৩৪ হিজরী , ওফাত ২৩০ হিজরী
লেখক পরিচয়: ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি উনার উস্তাদ
প্রকাশনা: দারু কুতুব আল ইলমিয়া; বৈরুত লেবানন)

উক্ত হাদীছ শরীফের সনদে মাত্র তিন জন রাবী আর প্রত্যেকে বুখারী শরীফের রাবী

একজন রাবী ابْنُ أَبِي ذِئْبٍ থেকে বুখারী শরীফে ৫৫ টি হাদীছ শরীফ,
পরের রাবীيَزِيدَ بْنِ خُصَيْفَةَ   থেকে বুখারী শরীফে টি হাদীছ শরীফ,
আর বিখ্যাত সাহাবী السَّائِبِ بْنِ يَزِيدَ   সাহাবী উনার থেকে ১৯ টি হাদীছ শরীফ
আর কিতাবের লেখকعَلِيُّ بْنُ الْجَعْدِ    ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি উনার উস্তাদ এবং এই কিতাবে রচয়িতা উনার থেকে বুখারী শরীফে বর্ণিত আছে ১৪ খানা হাদীছ শরীফ

এই হাদীছ শরীফের কিতাবখানা বুখারী শরীফের আগে রচিত প্রচীন নির্ভরযোগ্য একখানা কিতাব যেখানে স্পষ্ট ভাবে লিখিত আছে হযরত ফারুকে যম আলাইহিস সালাম উনার যামানায় ২০ রাকাত তারাবীহ পড়া হতো

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন