বাংলাদেশের দেওবন্দ সিলসিলার
অন্যতম ,তাদের শায়খুল হাদীস আজিযুল হক বুখারী শরীফের অনুবাদ ও টীকা করেছিলো। উক্ত
অনুবাদ গ্রন্থের ৫ম খন্ডটা বিশেষ গুরুত্বপূর্ণ। (৫ম খন্ড পড়তে চাইলে: এখানে ক্লিক করুন)
৫ম খন্ডের ৩৭, ৩৮, ৩৯ পৃষ্ঠার স্ক্যান কপি আপনাদের সম্মুখে উপস্থাপন করা হলো, সেখান থেকে যা প্রমাণ হচ্ছে,
১) হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আগমনের
দিন সমগ্র ধরনীতে আনন্দের হিল্লোল প্রবাহিত হয়।
২) হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম উনার খাতিরে আরশ-কুরসী,
লৌহ কলম,
আসমান-জমিন,
মানুষ- ফিরিশতা সৃষ্টি হয়েছে।
৩) উনার
আগমনের অভিন্দন জানিয়ে বলা হয়েছে “ ইয়া নবী সালামু আলাইকা - ইয়া রসূল সালামু
আলাইকা - ইয়া হাবীব সালামু আলাইকা - ছালাওয়াতুল্লাহি আলাইকা।
৪) উনার
অাগমন অর্ভ্যথনার জন্য সমগ্র সৃষ্টিকুল অধির আগ্রহের প্রহর গুনছিলো।
৫)
নুরানী আত্মা ও নুরানী দেহ আগমন করেন এই দুনিয়ায়। ((উপরোক্ত বক্তব্য বই থেকে পড়তে চাইলে)
তাহলে এখন প্রশ্ন হচ্ছে, সৃষ্টির
মহান উপলক্ষ হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আগমনের
দিবসটার মর্যাদা ও গুরুত্ব কত?
বর্তমানে আজিযুল হকের অনুসারী দাবীদার অনেকে কেন সেটা মানতে চান না?
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন