বুধবার, ২২ নভেম্বর, ২০১৭

হাটহাজারী মাদ্রাসার প্রধান আহমদ শফী দাবি সকল উলামায়ে কিরাম মীলাদ কিয়াম নাজায়িয বলেছে, এর প্রমাণ কি শফী ‍দিতে পারবে?

দারুল উলুম মঈনুল ইসলাম, হাটহাজারী মাদ্রসার মহাপরিচালক ও বাংলাদেশ হেফাজত ইসলাম এর আমীর শাহ আহমদ শফী একটা বই লিখেছেন “হক্ব ও বাতিলের চিরন্তন দ্বন্দ”। হাটহাজারী থেকেই বইটি প্রকাশিত। 
উক্ত বইয়ের ৬৩ পৃষ্ঠায় পবিত্র মীলাদ ও কিয়ামের বিরোধীতা করতে গিয়ে উক্ত বয়োবৃদ্ধ শফী সাহেব লিখেন,
পৃথিবীর সমস্ত মুহাদ্দিসীন, মুফাসিরীন এবং হক্বপন্থী উলামায়ে কিরাম ও দেওবন্দী আলেমগন প্রচলিত মীলাদ ও কিয়ামকে বিদয়াত ও না জায়েয বলেন।(হক্ব ও বাতিলের চিরন্তন দ্বন্দ ৬৫ পৃষ্ঠা)


আমার জানার যে বিষয় সেটা হলো,
১) পৃথিবীর সমস্ত মুহাদ্দিসদের সে নামের তালিকায় কারা আছেন?
২) পৃথিবীর সমস্ত মুফাসসিরদের সে নামের তালিকায় কারা আছেন?
৩) পৃথিবীর সমস্ত হক্বপন্থী উলামায়ে কিরামদের নামের তালিকায় কারা আছেন?
৪) দেওবন্দী আলেমগন কারা কারা নাজায়িয বলেছেন?
কিতাব ও পৃষ্ঠা নম্বর সহ উক্ত মুহাদ্দিস, মুফাসসির, হক্ক আলেম, দেওবন্দী আলেমদের বক্তব্য প্রদান করুন।
যদি আপনি উক্ত দাবির পক্ষে দলীল দিতে না পারেন তাহলে ঢালাও মিথ্যাচারের কারন কি? আপনি বা আপনারা মানেন না সেটা আপনাদের বিষয় কিন্তু সাধারন মানুষকে বিভ্রান্ত করতে এমন ঢালাও বক্তব্য কি আপনার মত নব্বইউর্ধো বয়োঃবৃদ্ধ ব্যক্তির জন্য শোভনীয়? 

এমন মিথ্যা অভিযোগ করার আগে আল্লাহ পাকের ভয়ে কি অন্তর একবারও কাঁপলো না? এই বয়সেতো মৃত্যুর ভয়ে ভীত থাকার কথা। ভুল ত্রুটি থেকে তওবা করার কথা।
বিঃদ্রঃ আমরা গবেষনা করে দেখেছি, পৃথিবীর অনেক বিখ্যাত মুহাদ্দিস, মুফাসসির, ফকীহ ও দেওবন্দী আলেমরা পবিত্র মীলাদ কিয়ামের পক্ষে বলেছেন-
দেওবন্দী আলেমদের দলীল


0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন