শনিবার, ২০ মে, ২০১৭

ওহাবী সালাফীদের ইমাম ইবনে তাইমিয়ার ইলমে গায়েবের জ্ঞান

ইবনুল কাইয়্যিুম জাওজীয়া “মাদারিজুস সালিকিন” নামক কিতাবে ইবনে তাইমিয়া এর ইলমে গাইবের কথা উল্লেখ করেছে। ইবনুল কাইয়্যিম তার কিতাবে লিখেছে,



ثم أخبر الناس والأمراء سنة اثنتين وسبعمائة لما تحرك التتار وقصدوا الشام : أن الدائرة والهزيمة عليهم وأن الظفر والنصر للمسلمين وأقسم على ذلك أكثر من سبعين يمينا فيقال له : قل إن شاء الله فيقول : إن شاء الله تحقيقا لا تعليقا 
وسمعته يقول ذلك قال : فلما أكثروا علي قلت : لا تكثروا كتب الله تعالى في اللوح المحفوظ : أنهم مهزومون في هذه الكرة وأن النصر لجيوش الإسلام


অর্থ: তাতারীরা যখন মুসলিম উম্মাহের বিভিন্ন অঞ্চলে সেনা অভিযান পরিচালনা করে এবং শামে আক্রমণের উদ্যোাগ গ্রহণ করে তখন ৭০২ হিঃ সনে ইবনে তাইমিয়া সাধারণ মানুষ এবং আমীর-উমারাদেরকে সংবাদ দিলো যে, “তাতারীরা পরাজিত হবে এবং মুসলমানরা বিজয় ও সাহায্য লাভ করবে।”। সে তার কথার উপর সত্তরটিরও বেশি কসম করেছে। তাকে বলা হল, আপনি ইনশাআল্লাহ বলুন! অতঃপর সে বললো, নিশ্চিতভাবে ইনশাআল্লাহ বলছি, সম্ভাবনা হিসেবে নয়। আমি তাঁকে বলতে শুনেছি, যখন তারা আমার উপর পীড়াপীড়ি করল, আমি তাদেরকে বললাম, তোমরা পীড়াপীড়ি কর না, আল্লাহ তায়ালা লওহে মাহফুজে লিখে রেখেছেন যে, তারা পরাজিত হবে এবং মুসলমানরা বিজয়ী হবে। (মাদারেজুস সালেকীন ২য় খন্ড ১৯৬ পৃষ্ঠা) 


ইবনে তাইমিয়ার ইলমে জ্ঞানের বিষয়ে তার অন্যতম ছাত্র ইবনুল কাইয়্যিুম জাওজীয়া বলেছে,

وأخبرني غير مرة بأمور باطنة تختص بي مما عزمت عليه ولم ينطق به لساني وأخبرني ببعض حوادث كبار تجري في المستقبل ولم يعين أوقاتها وقد رأيت بعضها وأنا أنتظر بقيتها وما شاهده كبار أصحابه من ذلك أضعاف أضعاف ما شاهدته والله أعلم 
অর্থ: তিনি আমাকে অনেকবার অনেক বাতেনি বিষয়ের সংবাদ দিয়েছেন। তিনি শুধু আমাকে এগুলো বলেছেন এবং এ বিষয় সম্পর্কে আমি কাউকে কিছু বলি নি। তিনি আমাকে ভবিষ্যতের অনেক ঘটনার সংবাদ দিয়েছেন কিন্তু তিনি সময় নির্দিষ্ট করে দেননি। তাঁর ভবিষ্যৎ বাণীর কিছু কিছু আমি ঘটতে দেখেছি এবং অবশিষ্টগুলো সংঘটিত হওয়ার অপেক্ষায় আছি। তাঁর বড় বড় সাগরেদগণ আমি যা দেখেছি, তার চেয়ে বহু বহু গুণ বেশি দেখেছেন” (মাদারেজুস সালেকীন ২য় খন্ড ১৯৬ পৃষ্ঠা) 

ইবনে তাইমিয়ার যদি এই ক্ষমতা থাকে তাহলে যিনি হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ইলমে গায়েব মানতে সমস্যা কোথায়?

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন