ইসলাম বিদ্বেষীরা মূর্তির প্রতি ভালোবাসা ত্যাগই করতে পারছে না। তারা এবার মূর্তি নিষিদ্ধ এ ব্যাপারে কুরআন শরীফ থেকে দলীল চাইলো। যদিও এদের দলীল দেয়া মানে দলীল ও সময়ের অপচয়। কারন এরা চন্দ্র দ্বিখন্ডীত হলেও মানবে না। তারপরও সাধারণ মানুষজন যাতে বিভ্রান্ত না হয় তার জন্য দলীল দেয়া হচ্ছে।
তাদের ধারনা কুরআন শরীফে মূর্তির বিপক্ষে কিছু নাই। তো আসুন দেখা যাক মহান আল্লাহ পাক কি বলেছেন।
কুরআন শরীফে ইরশাদ মুবারক হয়েছে,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
অর্থ: হে মুমিনগণ, এই যে মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য-নির্ধারক শরসমূহ এসব শয়তানের অপবিত্র কার্য বৈ তো নয়। অতএব, এগুলো থেকে বেঁচে থাক-যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও। (সূরা মায়িদা ৯০)
এই আয়াত শরীফে “আনছাব” শব্দের অর্থ মূর্তিও করা হয়েছে। সূতরাং দেখা গেলো মূর্তি হচ্ছে শয়তানের অপবিত্ররা বা হারাম কাজ। আর মুসলামান মাত্রই শয়তানের অপবিত্রতা থেকে বিরত থাকতে হবে। সূতরাং দেখা গেলো মূর্তি আল্লাহ পাকের ফয়সালা অনুযায়ী হারাম।
আল্লাহ পাক আরো বলেন,
ذَٰلِكَ وَمَن يُعَظِّمْ حُرُمَاتِ اللَّـهِ فَهُوَ خَيْرٌ لَّهُ عِندَ رَبِّهِ ۗ وَأُحِلَّتْ لَكُمُ الْأَنْعَامُ إِلَّا مَا يُتْلَىٰ عَلَيْكُمْ ۖ فَاجْتَنِبُوا الرِّجْسَ مِنَ الْأَوْثَانِ وَاجْتَنِبُوا قَوْلَ الزُّورِ
অর্থ: এটা শ্রবণযোগ্য। আর কেউ আল্লাহর সম্মানযোগ্য বিধানাবলীর প্রতি সম্মান প্রদর্শন করলে পালনকর্তার নিকট তা তার জন্যে উত্তম। উল্লেখিত ব্যতিক্রমগুলো ছাড়া তোমাদের জন্যে চতুস্পদ জন্তু হালাল করা হয়েছে। সুতরাং তোমরা মূর্তিদের অপবিত্রতা থেকে বেঁচে থাক এবং মিথ্যা কথন থেকে দূরে সরে থাক। (সূরা হজ্জ ৩০)
আল্লাহ পাক এ আয়াত শরীফে সরাসরি মূর্তি নামক অপবিত্র হারাম জিনিস থেকে বিরত থাকতে বলেছেন।
নাস্তিক ইসলাম বিকৃতকারী হাসান মাহমূদ ও তার গ্রুপ বলেছে, মুহম্মদ বিন কাসিম রহমতুল্লাহি আলাইহি তিনি সিন্ধু বিজয় করে কি মুশরিকদের মূর্তি ভেঙ্গেছেন? তো আসুন আপনাদের মজার একটা জিনিস দেখাই। মুহম্মদ বিন কাসিম রহমতুল্লাহি আলাইহি তো বটেই বরং খোদ কুরআন শরীফে মূর্তি ভাঙ্গার কথা বলা হয়েছে।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে সবগুলো মূর্তি নিজ হাতে ভাঙ্গলেন তার দলীল কুরআন শরীফ থেকে দেখেন।
فَرَاغَ إِلَىٰ آلِهَتِهِمْ فَقَالَ أَلَا تَأْكُلُونَ ﴿٩١﴾ مَا لَكُمْ لَا تَنطِقُونَ ﴿٩٢﴾ فَرَاغَ عَلَيْهِمْ ضَرْبًا بِالْيَمِينِ ﴿٩٣﴾ فَأَقْبَلُوا إِلَيْهِ يَزِفُّونَ ﴿٩٤﴾ قَالَ أَتَعْبُدُونَ مَا تَنْحِتُونَ ﴿٩٥﴾ وَاللَّـهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُونَ
অর্থ: অতঃপর সে তাদের দেবালয়ে, গিয়ে ঢুকল এবং বললঃ তোমরা খাচ্ছ না কেন? তোমাদের কি হল যে, কথা বলছ না? অতঃপর সে প্রবল আঘাতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। তখন লোকজন তার দিকে ছুটে এলো ভীত-সন্ত্রস্ত পদে। সে বললঃ তোমরা স্বহস্ত নির্মিত পাথরের পূজা কর কেন? অথচ আল্লাহ তোমাদেরকে এবং তোমরা যা নির্মাণ করছ সবাইকে সৃষ্টি করেছেন। (সূরা ছফফাত ৯১-৯৫)
সূতরাং কুরআন শরীফ থেকে প্রমাণিত হলো মূর্তি হারাম
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন