মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০১৪

নূরে মুজাসসাম,হাবীবুল্লাহ, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হচ্ছেন "নূর" এ প্রসঙ্গে কুরআন শরীফ থেকে দলীল, পর্ব-৩

সমস্ত প্রসংসা আল্লাহ পাক রব্বুল আলামীন উনার জন্য। এবং সকল দরুদ ও সালাম ক্বয়িদুল মুরসালীন, শাফিউল মুজনেবীন হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য। আমরা বিগত দুইটা পোস্টে কুরআন শরীফ উনার "সূরা মায়েদা" ১৫ নং আয়াত শরীফ এবং "সূরা নূর" ৩৫ নং আয়াত শরীফ এবং অসংখ্য নির্ভরযোগ্য তাফসীর শরীফের কিতাব দিয়ে প্রমান করেছি হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হচ্ছেন "নূর" বা নূরে মুজাসসাম।
সুবহানাল্লাহ্ !!

আজকের পোস্টেও আমরা কুরআন শরীফের ৩ খানা আয়াত শরীফ এবং তার তাফসীর দ্বারা সুস্পষ্ট দলীল দিয়ে প্রমান করে দেখাবো হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নূরে মুজাসসাম।

মহান আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন-

يا ايها النبي انا ارسلناك شاهدا و مبشرا ونذيرا و داعيا الي الله باذنه و سراجامنيرا

অর্থ: হে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ! নিশ্চয়ই আমি আপনাকে সাক্ষীদাতা, সুসংবাদদাতা, ভয় প্রদর্শনকারী এবং আমার দিকে আহব্বানকারী ও নূরানী প্রদীপ রুপে প্রেরন করেছি।"

দলীল-
√ সূরা আহযাব ৪৬ নং আয়াত শরীফ।

উক্ত পবিত্র আয়াত শরীফ উনার ব্যাখায় বিশ্ববিখ্যাত মুফাসসিরীনে কিরামগন বলেন--->

(১) ইমামুল মুফাসসিরীন,তাজুল মানতেক্বীন, আল্লামা ফখরুদ্দীন রাজী রহমাতুল্লাহি আলাইহি উনার তফসীর গ্রন্থে লিখেন-

سراجامنيرا- قال في حق النبي صلي الله عليه و سلم سراجا ولم يقل انه شمس مع انه اشد اضاءه من السراج لفواءد منها ان الشمس نورها لايوخذ منه شيء والسراج يوخذ منه انوار كثيرة فاذ انطفأ الاول يبقي الذي اخذ منه وكذالك.....

অর্থ : মহান আল্লাহ পাক, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে "সিরাজাম্মুনীরা" বলেছেন। আল্লাহ পাক উনাকে সূর্য বলেননি, যদিও সিরাজ বা প্রদীপ থেকে সূর্যের আলো অধিক এবং তা অধিক উপকারী। কিন্তু সূর্য থেকে কোন আলো গ্রহণ করা যায় না। অথচ প্রদীপ থেকে অনেক আলো গ্রহণ করা যায় অর্থাৎ অনেক প্রদীপ জ্বালানো যায়। প্রথম নিভে গেলে তার থেকে যে প্রদীপ জ্বালানো হয়েছিল, তা অবশিষ্ট থাকে। "

দলীল--
√ তাফসীরে কবীর ২৫ তম খন্ড ২১৭ পৃষ্ঠা।

(২) বিখ্যাত আলেম ইবনে আরাবী রহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবে বলেন-

سراجامنير-- واما اسماء النبي صلي الله عليه و سلم ....منها...سراجامنيرا...واما السراج فبمعني النور

অর্থ : (সিরাজাম্মুনীরা).. হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অসংখ্য লক্বব মুবারকের মধ্য হতে একটি লক্বব মুবারক হচ্ছে "সিরাজাম্মুনীরা"। আর সিরাজ অর্থ হচ্ছে- "নূর"। "

দলীল-
√ তাফসীরে আহকামুল কুরআন লি ইবনিল আরাবী ৩য় খন্ড ১৫৪৬ পৃষ্ঠা ।

৩) ওস্তাজুল হাকীম,শায়েখ তানতাবী জাওহারী রহমাতুল্লাহি আলাইহি উনার বিখ্যাত তাফসীরের কিতাবে লিখেন-

سراجامنير- وهنا يشبه صلي الله عليه و سلم بالسراج....ان الاية هنا انه صلي الله عليه و سلم سراجامنيرا

অর্থ: (সিরাজাম্মুনীরা) এখানে হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে "সিরাজ" বলা হয়েছে। অর্থাৎ উল্লেখিত আয়াত শরীফ থেকে এটাই বুঝানো হয়েছে যে,হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম "সিরাজাম্মুনীরা"। "

দলীল-
√ আল জাওয়াহির ফী তাফসীরে কোরআনিল কারীম ১৬ তম খন্ড ৮৪ পৃষ্ঠা।

(৪) হযরত আবুল হাসান আলী ইবনে মুহম্মদ ইবনে হাবীব মাওয়ারাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন-

سراجامنيرا- انه الرسول كالسراج المنير في الهدايه- قاله ابن شجرة ومنه قول كعب بن رهير

অর্থ: হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিদায়েতের ক্ষেত্রে সিরাজাম্মুনীরার অনুরুপ। এটা ইবনে শাজারাহ রহমাতুল্লাহি আলাইহি উনার অভিমত।"

দলীল-
√ তাফসীরে মাওয়ারেদী ৪র্থ খন্ড ৪১১ পৃষ্ঠা।

(৫) ইমামুল আল্লামা,ক্বদওয়াতুল উম্মাহ,মুহিউস সুন্নাহ, হযরত আলাউদ্দীন আলী ইবনে মুহম্মদ ইবনে ইব্রাহীম বাগদাদী মারূফ বিল খাযেন রহমাতুল্লাহি আলাইহি বলেন-

سراجامنيرا- سماه سراجامنير-لانه ظلام الليل بالسراج المنير

অর্থ: (সিরাজাম্মুনীরা) মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে "সিরাজাম্মুনীরা" বলেছেন। কেননা তিনি শেরেকীর আঁধার দূরীভুত করেছেন এবং পথভ্রষ্টরা উনার উছীলায় হিদায়েত পেয়েছে। যেরূপ চেরাগ দ্বারা রাত্রি বেলায় পথ চলে থাকে।"

দলীল-
√ তাফসীরে মায়ানিউত তানযীল ৩য় খন্ড ৪৭১ পৃষ্ঠা।

বিখ্যাত তাফসির কারক,ইমামুল মুফাসসিরীন, আল্লামা ইসমাঈল হাক্কী রহমাতুল্লাহি আলাইহি বলেন-

سراجامنير- اعلم ان الله تعالي شبه نبينا عليه السلام بالسراج-- ان السراج الواحد يوقد منه الف سراج ولاينقص من نوره شيء وقد اتفق اهل الظاهر و الشهود علي ان الله تعالي خلق جميع الاشياء من نور محمد صلي الله عليه و سلم ولم ينقص من نوره شيء

অর্থ: যেনে রাখ ! নিশ্চয়ই মহান আল্লাহ পাক উক্ত আয়াত শরীফে হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে "সিরাজ" বা প্রদীপের সাথে উপমা দিয়েছেন। কেননা এক প্রদীপ থেকে হাজারো প্রদীপ জ্বালানো হয় কিন্তু প্রথম প্রদীপের আলো একটুও কমে না। এ ব্যাপারে সকলেই একমত যে, নিশ্চয়ই মহান আল্লাহ পাক সকল মাখলুকাত "নূরে মুহম্মদী" ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে সৃষ্টি করেছেন। অথচ "নূরে মুহম্মদী" ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে কিঞ্চিত পরিমানও কমে নাই।"

দলীল-
√ তাফসীরে রুহুল বয়ান ৭ম খন্ড ১৯৭-১৯৮ পৃষ্ঠা।

উক্ত সূরা আহযাব উনার ৪৬ নং আয়াত শরীফ এবং উক্ত আয়াত শরীফের নির্ভরযোগ্য তাফসীর সমূহ দ্বারা সুস্পষ্ট এবং অকাট্যভাবে প্রমানিত হলো, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি "নূর" বা নূরে মুজাসসাম। সুবহানাল্লাহ্!!!

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন