সোমবার, ৭ অক্টোবর, ২০১৩

জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল কালা মওদুদী ছিলো একটা পাক্কা সি আই এর এজেন্ট |

জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল কালা মওদুদী ছিলো একটা পাক্কা সি আই এর এজেন্ট |

 

এই মুরতাদটা আল্লাহ পাক , সমস্ত নবী-রসূল - সমস্ত ছাহাবী - ইমাম মুস্তাহিদ , ইসলামের এমন কোন বিষয় নাই যে বিষয়টার বিরুদ্ধে বলে নাই বা অবমাননা করে নাই |
এমন আক্বীদা শিয়া/ রাফেজী/ খারেজী ফির্কার লোকেরা পোষন করে কিনা সন্দহ !
আসুন আমরা জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা মওদুদীর কিছু কুফরী আক্বীদা দেখি ------


(১) আল্লাহ পাকের বিধান অস্বীকার করে সে বলেছিলো - " যে ক্ষেত্রে নর-নারীর অবাধ মেলামেশা সে ক্ষেত্রে যেনার কারনে ( আল্লাহ পাক উনার আদেশ কৃত ) রজম শাস্তি প্রয়োগ করা জুলুম "
( তাহফীমাত ২/২৮১)


নোট- অথচ জেনাকারীদের জন্যে রজমের শাস্তি স্বয়ং আল্লাহ পাক নিজেই দিয়েছেন |

(২) ফেরেশতা ঐ জিনিস যাকে গ্রীক, ভারত ইত্যাদি দেশের মুশরিকরা দেব-দেবী স্থির করেছে |"
( তাজদীদ ও ইহইয়ায়ে দীন ১০ পৃ)


(৩) নবীগন মাসুম নন , প্রত্যেক নবী গুনাহ করেছেন | "
( তাহফীমাত ২/৪৩)


(৪) হযরত আদম আলাইহিস সালাম মানবিক দুর্বলতায় আক্রান্ত ছিলেন |"
( তাহফীমুল কুরআন উর্দু ,৩/১২৩)


(৫) হযরত নূহ আলাইহিস সালাম চিন্তা ধারার দিক থেকে দীনের চাহিদা থেকে সরে গিয়েছিলেন |"
 

( তাহফীমুল কুরআন ২/৩৪৪, ৩য় সংস্করন ,১৯৬৪ ইং )

(৬) নবী হওয়ার পূর্বে হযরত মুসা আলাইহিস সালাম দ্বারা একটি কবীরা গুনাহ হয়েছিলো |"
( রাসায়েল ও মাসায়েল ১/৩১)


(৭) হযরত দাউদ আলাইহিসসালাম উনার কাজের মধ্যে নফস ও অভ্যন্তরীন কুপ্রবৃত্তির কিছুটা দখল ছিলো |" 
( তাহফীমুল কুরআন উর্দু, ৪/৩২৭, সূরা রাদ এর তাফসীর , অক্টোবর ১৯৬৬, ১ম সংস্করণ )

(৮) হযরত দাউদ আলাইহিস সালাম তৎকালীন যুগে ইসরাঈলী সোসাইটি দ্বারা প্রভাবান্বিত হয়ে এক বিবাহীত যুবতীর উপর আসক্ত হয়ে তাকে বিবাহ করার জন্য তার স্বামীর নিকট তালাকের আবেদন করেছিলেন "
( তাহফিমাত ২/৪২, ২য় সংস্করণ , নির্বাচিত রচনাবলী ২/৭৩ , আধুনিক প্রকাশনী ১ম প্রকাশ ১৯৯১ ইং )


(৯) সাহাবায়ে কিরাম অনেকে মনগড়া হাদীস বর্ননা করেছেন|"
( তরজুমানুল কুরআন ,৩৫ সংখ্যা)


(১০) হযরত আবু বকর সিদ্দিক রদ্বিয়াল্লাহু আনহু খিলাফতের দায়িত্ব পালনে সম্পূর্ণ অযোগ্য ছিলেন |"
( তাজদীদ ও এহহীয়ায়ে দীন ২২ পৃ )


(১১) হযরত উসমান রদ্বিয়াল্লাহু আনহু উনার মাঝে স্বজন প্রীতীর বদগুন বিদ্যমান ছিলো |"
( খেলাফত ও মুলকিয়াত ৯৯ পৃ )


(১২) হযরত আলী রদ্বিয়াল্লাহু আনহু খেলাফত কালে এমন কিছু কাজ করেছেন যাকে অন্যায় বলা ছাড়া উপায় নাই !"
( খেলাফত এ মুলকিয়াত ১৪৬ পৃ)


(১৩) হযরত মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু আনহু স্বর্থবাদী , গনিমতের মাল আত্বসাৎকারী , মিথ্যা সাক্ষ্য গ্রহনকারী ও অত্যাচারী ছিলেন |"
( খেলাফত ও মুলকিয়াত ১৭৩ পৃ)


(১৪) কুরআন শরীফ হেদায়েতর জন্য যথেষ্ট কিন্তু নাজাত বা মুক্তির জন্য নয় |"
( তাহফিমাত ১/৩১২)


(১৫) হাদীস শরীফ কিছু লোক থেকে কিছু লোক পর্যন্ত মুখে মুখে বর্নিত হয়েছে , এসব বড়জোর সঠিক বলে ধারনা করা যেতে পারে কিন্তু দৃঢ় ভাবে বিশ্বাস করার কোন অবকাশ নাই | "
( রাসায়েল ও মাসায়েল ৬৭ পৃ)



শুধু তাই নয়, স্বয়ং হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্পর্কে এই কাফেরটা কি বলেছে দেখুন ---
** "মহানবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানবিক দুর্বলতা থেকে মুক্ত ছিলেন না | অথাৎ তিনি মানবিক দুর্বলতার বশিভুত হয়ে গুনাহ করেছিলেন |
( তরজমানুল কুরআন , ৮৫ সংখ্যা , ২৩০ পৃষ্ঠা , তরজমানুস সুন্নাহ ৩/৩০৫ )

*** " মহানবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রিসালতের দায়িত্ব পালনে ত্রুটি করেছেন , তাকে ক্ষমা প্রার্থনা করতে হবে "
 

( তাহফীমুল কুরআন , সূরা নসরের তাফসীর )
নাউযুবিল্লাহ মিন যালিক !
আসতাগফিরুল্লাহ !
লানাত আল্লাহি আলাল কাযিবিন !

প্রিয় পাঠক ! চিন্তা করে দেখুন !
এই হলো জামাত ইসলামের মূল ভিত্তি | এবং আক্বীদা |
আসলে নাস্তিক কারা ???
ইসলামের দুশমন কারা ??
এমন আক্বীদা কি কোন মুসলমান পোষন করতে পারে ??
এরা কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চায় ?
আমাদের এখনই সতর্ক হতে হবে |
জামাত-শিবিরের মুখোশ খুলে দিতে হবে |
মনে রাখবেন প্রতিটা নাস্তিকের ভিতর লুকিয়ে আছে একটি জামাতি চরিত্র !
আল্লাহ পাক আমাদের এদের ফিতনা থেকে হেফাযত করুন !

 আমীন !!

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন