রবিবার, ১ জানুয়ারী, ২০১৭

যে ভুল আপনার পরিবার, সন্তান ধ্বংস করে দিচ্ছে


মানুষ বিবাহ করে একটা মহৎ উদ্দেশ্য মাথায় রেখেই। সুখী ও সুন্দর একটা পরিবার গড়ে তোলার জন্য। সেই দম্পত্তির মাধ্যমে আগত সন্তানের মাধ্যমে পরিবার ও দেশ উপকৃত হবে এটাই সবাই কামনা করে। প্রতিটা পিতা মাতাই চায় তাদের সন্তান ভালো হবে, নামাজী হবে, তাকে নিয়ে গর্ব করা যাবে ইত্যাদি। 
  • কিন্তু জানেন কি অাপনি নিজেই কখন এসবের গোড়া কেটে অঙ্কুরেই সব বিনষ্ট করে বসে আছেন? কোন মানুষ যখন কুফরী করে তখন তার সব আমল বর্বাদ হওয়ার সাথে সাথে বিবাহও বাতিল হয়ে যায়। তখন এই দম্পত্তির মাধ্যমে যে সন্তান আসবে তা আর বৈধ হয় না। উদাহরন দিলে বোঝা যাবে, ধরুন একজন ছেলে ও মেয়ের অাজকে বিয়ে। বিয়েতে সবাই খুশি প্রকাশ করে গান বাজনা করছে। বিয়ে হয়ে গেলো, পাত্র ও পাত্রী গান বাজনা শুনে বেশ প্রফুল্ল ও খুশি বোধ করছে। ফলে যেটা হলো বিবাহ হতে না হতেই বিবাহ ভঙ্গ হয়ে গেলো। হারাম বিষয়ে খুশি হলে সেটা কুফরী হয়। এই নতুন দম্পত্তি এটা কিন্তু বুঝতেও পারলো না। এখন ফলাফল যেটা হবে, এই দম্পত্তি একসাথে অবস্থান করার অর্থ হচ্ছে প্রতি মূহূর্তে জিনা ব্যাভিচারের গুনায় লিপ্ত হওয়া। আর এদের মাধ্যমে যে সন্তান আগমন করবে সব অবৈধ হতে থাকবে। যদি পূর্বেই তারা তাদের গুনাহ ফিরে এসে তওবা করে নেয়, বিবাহ দোহরাইয়ে নেয় তাহলে ভিন্ন কথা।

ঈমান হচ্ছে এতটাই সুক্ষ একটা বিষয়। হাদীস শরীফে আছে আখেরী যামানায় ঈমান রক্ষা করা হাতের উপার জ্বলন্ত কয়লা রাখার চাইতেও কঠিন। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি ঈমানের সুক্ষতা সম্পর্কে বলেন, ঘুটঘুটে অন্ধকার রাত, সেখানে একদম কালো একটা পাহাড়। সে পাহাড়ের ভিতর কালো একটা পাথর, সে পাথরের উপর দিয়ে কালো একটা পিপড়া হেঁটে যাওয়া যতটা সুক্ষ ঈমান তার চাইতেও সুক্ষ। 
সারারাত থার্টি ফার্ষ্ট নাইট পালন করে, বেলেল্লেপনা করে রাতকে স্মরনীয় রাখতে যেসকল দম্পতি সন্তান গ্রহনের প্রস্ততি নিয়েছে তাদের অবস্থা কি হবে ভেবে দেখেন। আজ সমাজে এত বিশৃঙ্খলা অধপতন কেন? কেন এত ফিতনা ফাসাদ? দেশ ছেয়ে গেছে অবৈধ, অনৈতিক সম্পর্কে। পরকীয়া পাপাচার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পরেছে। কেন আজ পাপবোধের কোন অনুভূতি জাগ্রত হচ্ছে না?
অবৈধ কিছু মানুষের কাছ থেকে ভালা কিছু অাশা করা কঠিন। এদের মাধ্যমেই সমাজে আরো ফিতনা / অশান্তি বিস্তার হচ্ছে ও হবে।
কথা গুলো শুনতে তিক্ত মনে হলেও সত্য। ইসলাম হচ্ছে শান্তি, যারা শান্তি ছেড়ে অশান্তি বেছে নেবে তাদের পরিণাম এমনই হবে। 
আল্লাহ পাক হিফাজতের মালিক।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন