মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০১৪

নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যে নূর তার এক বিশেষ দলীল।

সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ছিলেন নূরে মুজাসসাম। উনার নূর মুবারকের আলোতে সব কিছু আলোকিত হয়ে যেত।
এ প্রসঙ্গে হাদীস শরীফে বর্নিত আছে-->

عن عائشة رضي الله عنها قالت : كنت في الشجر ثوبا لرسول الله صلي عليه و سلم فانطفا المصباح و سقطت الابرة من يدي فدخل علي رسول الله صلي الله عليه و سلم فاضاء من نور و جهه فجدت الابرة-

অর্থ : উম্মুল মু'মিনিন হযরত হযরত আয়েশা সিদ্দীকা আলাইহাস সালাম হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাত্রে বাতির আলোতে বসে হুজুর পাক ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাপড় মোবারক সেলাই করেছিলাম। এমন সময় প্রদীপটি (কোন কারণে) নিভে গেল এবং আমি সুচটি হারিয়ে ফেললাম। এরপরই হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্ধকার ঘরে প্রবেশ করলেন। উনার চেহারা মোবারকের নূরের জ্যোতিতে আমার অন্ধকার ঘর আলোময় হয়ে গেল এবং আমি (ঐ আলোতেই) আমার হারানো সুচটি খুজে পেলাম।"

সুবহানাল্লাহ্ !!!

দলীল-

√ দালায়েলুন নবুওয়াত লিল ইমাম বায়হাক্বী ১ম খন্ড ১১৩ পৃষ্ঠা।

√ তারীখে বাগদাদ ৩য় খন্ড ৩১০ পৃষ্ঠা ।

√ নি'মাতুল কুবরা আ'লাল আলাম লি ইবনে হাজর হায়ছামী ৪১ পৃষ্ঠা

√ জাওয়াহিরুল বিহার ৪ র্থ খন্ড ২৪৬ পৃষ্ঠা

√ জামেউল আহাদীস লিল সূয়ুতী , হাদীস নং-৪৩১২২

√ কানযুল উম্মাল, হাদীস নং-৩৫৪৯২

√ ইবনে আসাকীর-৩য় খন্ড ২১০ পৃষ্ঠা ।

√ খাছায়েছুল কুবরা লি ইমাম জালালূদ্দীন সূয়ুতি রহমাতুল্লাহি আলাইহি

উক্ত হাদীস শরীফ অত্যন্ত বিশুদ্ধ। হাদীস শরীফ খানা যারা নিজ নিজ কিতাবে বর্ননা করেছেন, তাঁরা সকলেই ছিলেন যুগ শ্রেষ্ঠ ইমাম এবং জলীল ক্বদর মুহাদ্দিস সেই সাথে হাফিজে হাদীস। এই হাদীস শরীফের ব্যাপারে কোন উলামায়ে কিরাম রহমাতুল্লাহি আলাইহি উনাদের কোন আপত্তি নেই।

শুধুমাত্র ওহাবী দেওবন্দী ঘরনার দুই একজন ব্যক্তি ছাড়া। শুধু দেওবন্দী আব্দুল হাই লক্ষৌনবী, সুলায়মান নদভী, সরফরাজ খান নামক কতিপয় অখ্যাত ব্যক্তি ভিত্তিহীন আপত্তি করেছে। যা মোটেও গ্রহনযোগ্য নয়।
কারন ইমাম বায়হাক্বী রহমাতুল্লাহি আলাইহি , ইমাম জালালুদ্দীন সূয়ুতি রহমাতুল্লাহি আলাইহি , ইমাম ইবনে আসাকীর রহমাতুল্লাহি আলাইহি , আল্লামা খতীব বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি , ইবনে হাজার রহমাতুল্লাহি আলাইহি উনাদের বক্তব্যের বিপরীতে ওই সকল দেওবন্দী দের আপত্তি কতটা ঠুনকো, ভিত্তিহীন এবং হাস্যকর সেটা বলার অপেক্ষা রাখে না।
সূতরাং স্পষ্ট দলীল দ্বারা প্রমান হলো হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নূরে মুজাসসাম।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন