মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭

সুনানে দারু কুতনীতে বর্ণিত আছে ১৮ বছরের একজন মেয়ে নানী হয়েছে, যা বাল্য বিবাহের অকাট্য দলীল

কিছু দিন আগের এক লেখায় একটা দলীল দিয়েছিলাম ২১ বছরে এক মেয়ে নানী হয়েছেন। আজকের এই লেখায় আপনারা দেখবেন এক মেয়ে ১৮ বছর বয়সে নানী হয়েছে। যা সহীহ হাদীছ শরীফের কিতাব থেকে বর্ণিত আছে। উক্ত দলীল স্পষ্টভাবে প্রমাণ করে বাল্যবিবাহ শরীয়ত সম্মত। কিতাবে উল্লেখ আছে,



মূল কিতাবের স্কিনশট দেয়া হলো,


حَدثنِي عباد بن عباد المهلبي قَالَ أدْركْت فِينَا يَعْنِي المهالبة امْرَأَة صَارَت جدة وَهِيبنت ثَمَان عشرَة سنة ولدت لتسْع سِنِين ابْنة فَولدت ابْنَتهَا لتسْع سِنِين ابْنة فَصَارَت هِيَ جدة وَهِي ابْنة ثَمَانِي عشر سنة
অর্থ: হযরত আব্বাদ ইবনে আব্বাদ আল-মাহলভি রহমতুল্লাহি আলাইহি বলছেন : “আমি মুহ্‌লাভার একটি মহিলাকে প্রত্যক্ষ করেছি যে আঠারো বছর বয়সে নানী হয়েছিল। সে তার (মেয়ে সন্তানের) জন্ম দিয়েছিল নয় বছর বয়সে এবং তার মেয়েও একটি সন্তানের জন্ম দেয় নয় বছর বয়সে, এভাবে মহিলাটি আঠারো বছর বয়সে নানী হয়ে যায়”। (সুনানে দারু কুতনী ৪র্থ খন্ড ৫০২ পৃষ্ঠা: হাদীস নং ৩৮৮১, সুনানে কুবরা বায়হাক্বী ১৫৮১৫, তানক্বীহু তাহক্বীক লি ইবনে আব্দিল হাদী ৪ র্থ খন্ড ৩২৪ পৃষ্ঠা : হাদীস ২৭১৩, তানক্বীহু তাহক্বীল লি যাহাবী ২/১৭৮, তাহ্‌ক্বীক্ব ফী আহাদিস আল-খিলাফ, ২য় খণ্ড, পৃঃ ২৬৭)
১৮ বছরে নানী হতে গেলে নিশ্চয়ই বাল্যবিবাহ হতে হয়েছে? যা দারু কুতনী ও বায়হাকীর মত সহীহ হাদীছ শরীফের কিতাব দ্বারা প্রমাণিত। এর পরও বাল্যবিবাহ বিরোধীতাকারী মুসলমান নামধারীরা দলীল খুঁজে পায় না?

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন