পবিত্র সাইয়্যিদুল আইয়াদ শরীফ মুবারক হো! পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বরকতময় শান নিয়ে লিখিত কয়েকটি বিখ্যাত কিতাবের নাম:
ইদানীং সাইয়্যিদে ঈদে আকবর ওয়া ঈদে আ’যম পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তথা পবিত্র সাইয়্যিদুল আইয়াদ শরীফ উনার নাম শুনলে কিছু লোক বিদয়াত বিদয়াত বলে চিৎকার করে, কিতাবে নেই, পূর্বের কোনো আউলিয়াগণ করেননি ইত্যাদি ইত্যাদি নানা মিথ্যা কথা বলে থাকে। অথচ শতশত, হাজার বছর ধরে হযরত ছাহাবায়ে কিরাম. যুগশ্রেষ্ঠ ইমাম-মুজাতাহিদ, উলামায়ে কিরামগণ উনারা পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ মাহফিলের আয়োজন করেছেন, এতে শরীক হয়েছেন এবং এসব বরকতময় আমলের পক্ষে কিতাবও রচনা করেছেন। এখানে ঐ সকল মহান উলামায়ে কিরামগণ উনাদের কয়েকটি বিখ্যাত কিতাবের নাম উল্লেখ করা হলো।
১) হাফিযুল হাদীছ হযরত শিহাবুদ্দীন আবু মুহাম্মদ আব্দুর রহমান বিন ইসমাইল রহমতুল্লাহি আলাইহি উনার কিতাব- আল বাইস আলা ইনকারি বিদাই ওয়াল হাওয়াদিস।
২) হাফিযুল হাদীছ হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার কিতাব- হুসনুল মাকসাদ ফী আমালিল মাওলিদ লিস সুয়ূতী।
৩) হাফিযুল হাদীছ হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার কিতাব আল হাবী লিল ফতওয়া
৪) হাফিযুল হাদীছ হযরত শামসুদ্দীন বিন জাযরী রহমতুল্লাহি আলাইহি উনার কিতাব- আরফুত তা’রীফ বিল মাওলিদিশ শরীফ।
৫) হাফিযুল হাদীছ হযরত আব্দুর রহমান ইবনুল জাওযী রহমতুল্লাহি আলাইহি উনার কিতাব- আল মাওলিদুশ শরীফ লিইবনুল জাওযী।
৬) আল মাওলিদুল কাবীর লি ইবনিল হাজার।
৭) হাফিযুল হাদীছ হযরত যয়নুদ্দীন ইরাকী রহমতুল্লাহি আলাইহি উনার কিতাব- আল মাওলিদুল হানী।
৮) শায়েখ হযরত ছদরুদ্দীন মাওহুর বিন ওমর জাযরী রহমতুল্লাহি আলাইহি উনার কিতাব- আস সীরাতুশ শামিয়াহ।
৯) হযরতুল আল্লামা ইবনে হাজার হায়তামী রহমতুল্লাহি আলাইহি উনার কিতাব- ফাতহুল মুবীন লি শরহিল আরবাঈন।
১০) হযরত ইমাম কুসত্বলানী রহমতুল্লাহি আলাইহি উনার কিতাব- মাওয়াহিবে লাদুন্নিয়া ১ম খন্ড।
১১) আল্লামা মোহাম্মদ আব্দুল বাক্বী যুরকানী রহমতুল্লাহি আলাইহি উনার কিতাব- শরহে যুরকানী আলাল মাওয়াহিব।
১২) হযরত মুল্লা আলী ক্বারী রহমতুল্লাহি আলাইহি উনার কিতাব- আল মাওয়ালিদুর রাবী ফী মাওলিদিন নবী।
১৩) শায়েখ হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি উনার কিতাব- মা ছাবাতা বিস সুন্নাহ।
১৪) হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনার কিতাব- মাকতুবাতে ইমাম রব্বানী ৩য় খন্ড, মাকতুব নং ৭২
১৫) হযরত শাহ আব্দুর রহীম দেহলভী রহমতুল্লাহি আলাইহি উনার কিতাব- আদ্দুররুসু ছামীন ফী মুবাশশারাতিন নাবীয়্যিল আমীন।
১৬) আমীরুল মুহাদ্দিসীন ফিল হিন্দ হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি উনার কিতাব- ফয়ূযুল হারামাইন।
১৭) হযরত শাহ আব্দুল আযীয মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি উনার কিতাব- আদ দুররুল মুনাযযাম।
১৮) হযরত শাহ মুহাম্মদ ইসহাক দেহলভী রহমতুল্লাহি আলাইহি উনার মিআতে মাসাঈল, মাসয়ালা নং ১৫
১৯) হযরত মাওলানা সালামত উল্লাহ কানপুরী রহমতুল্লাহি আলাইহি উনার কিতাব- ইশবাউল কালাম ফী ইসবাতিল মাওলিদ ওয়াল কিয়াম।
২০) হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহমতুল্লাহি আলাইহি- ফায়সালায়ে হাফত মাসয়ালাহ।
২৩) হযরত শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহি আলাইহি উনার কিতাব- আল মুলাখখাছ।
২৩) হযরত মাওলানা মুফতী সাদুল্লাহ মুরাদাবাদী রহমতুল্লাহি আলাইহি উনার কিতাব- ফাতাওয়ায়ে সিন্ধীয়াহ।
প্রশ্ন হচ্ছে পবিত্র মীলাদ শরীফের বিরোধিতা তাহলে করলো কারা ? যুগ শ্রেষ্ঠ সবাইতো পক্ষেই ফতোয়া দিয়েছেন….
এ থেকেই সহজেই বোঝা যায় বিরোধিতা একমাত্র নব্য ফের্কা ওহাবী, সালাফী, দেওবন্দী , জামাতিরাই করে থাকে……।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন