অবশেষে থলের বেড়াল বের হলো:
১) নাগাল্যান্ডে ধর্ষণের দায়ে অভিযুক্ত ও গণপিটুনিতে নিহত সৈয়দ ফারিদ খান কোন নারীকে ধর্ষণ করেননি।
২) মেডিকেল রিপোর্ট অনুযায়ী অভিযোগ দায়েরকারী নারী ধর্ষিত হয়েছে, এমন কোন প্রমাণ পায়নি পুলিশ।
৩) পুলিশের একটি সূত্র জানিয়েছে, ঐ নাগা নারী সৈয়দ ফারিদ খানের কাছে ২ লক্ষ রুপি চায়, কিন্তু অর্থ না দেওয়ায় মামলা করে সে।
৪) শুধু অভিযোগের ভিত্তিতেই সৈয়দ ফারিদ খানকে গ্রেফতার করেছিলো পুলিশ।
৫) গণপিটুনির সময়ে গুজব ছড়ানো হয়, সৈয়দ ফারিদ খান নাকি অনুপ্রবেশকারী বাংলাদেশী, এ অভিযোগ পুরোই মিথ্যা। সৈয়দ ফারিদ খান নাগাল্যান্ডের স্থায়ী বাসিন্দা।
৬) ‘সৈয়দ ফারিদ খান নাকি বাংলাদেশী অনুপ্রবেশকারী’ টুইটারে এই মিথ্যা গুজব ছড়ায় বিজেপির এমপি আদিত্যনাথ ।
৭) নাগাল্যান্ডের ডিমাপুর প্রচুর বাঙালি ব্যবসায়ী রয়েছে। এসব বাঙালি ব্যবসায়ীদের উচ্ছেদের জন্য স্থানীয় নাগারা দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছে। এ ঘটনা তাদেরই একটি অংশ। ধর্ষণের ঘটনা ও বাংলাদেশী নাগরিকের অভিযোগ ছিল সম্পূর্ণ সাজানো।
২) মেডিকেল রিপোর্ট অনুযায়ী অভিযোগ দায়েরকারী নারী ধর্ষিত হয়েছে, এমন কোন প্রমাণ পায়নি পুলিশ।
৩) পুলিশের একটি সূত্র জানিয়েছে, ঐ নাগা নারী সৈয়দ ফারিদ খানের কাছে ২ লক্ষ রুপি চায়, কিন্তু অর্থ না দেওয়ায় মামলা করে সে।
৪) শুধু অভিযোগের ভিত্তিতেই সৈয়দ ফারিদ খানকে গ্রেফতার করেছিলো পুলিশ।
৫) গণপিটুনির সময়ে গুজব ছড়ানো হয়, সৈয়দ ফারিদ খান নাকি অনুপ্রবেশকারী বাংলাদেশী, এ অভিযোগ পুরোই মিথ্যা। সৈয়দ ফারিদ খান নাগাল্যান্ডের স্থায়ী বাসিন্দা।
৬) ‘সৈয়দ ফারিদ খান নাকি বাংলাদেশী অনুপ্রবেশকারী’ টুইটারে এই মিথ্যা গুজব ছড়ায় বিজেপির এমপি আদিত্যনাথ ।
৭) নাগাল্যান্ডের ডিমাপুর প্রচুর বাঙালি ব্যবসায়ী রয়েছে। এসব বাঙালি ব্যবসায়ীদের উচ্ছেদের জন্য স্থানীয় নাগারা দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছে। এ ঘটনা তাদেরই একটি অংশ। ধর্ষণের ঘটনা ও বাংলাদেশী নাগরিকের অভিযোগ ছিল সম্পূর্ণ সাজানো।
ভারতে কোন কোয়ালিটির সাম্প্রদায়িক রাজনীতি চলছে সৈয়দ ফারিদ খানকে নৃশংসভাবে হত্যা করার ঘটনা দেখলে সহজেই বোঝা যায়।
সূত্র:
১) http://goo.gl/PtdsuI
২) http://goo.gl/hG7gLU
3) http://goo.gl/xdZZUa
4) http://goo.gl/J2FzAO
১) http://goo.gl/PtdsuI
২) http://goo.gl/hG7gLU
3) http://goo.gl/xdZZUa
4) http://goo.gl/J2FzAO
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন