বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬

মীলাদুন্নবী ছল্লাল্লাহু আালাইহি ওয়া সাল্লাম উদযাপন নিয়ে ইমাম জালালুদ্দিন আস সৈয়ুতী রহমতুল্লাহি আলাইহি এর কিতাব

Untitled
৯ম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালুদ্দিন আস সৈয়ুতী রহমতুল্লাহি আলাইহি এর আল-হাওয়ী লিল্ ফাতাওয়া কিতাবে মিলাদুন্নবী ছল্লাল্লাহু আালাইহি ওয়া সাল্লাম দলীলঃ
أن أصل عمل المولد الذي هو اجتماع الناس وقراءة ما تيسر من القرآن ورواية الأخبار الواردة في مبدأ أمر النبي صلى الله عليه وسلم وما وقع في مولده من الآيات ثم يمد لهم سماط يأكلونه وينصرفون من غير زيادة على ذلك هو من البدع الحسنة التي يثاب عليها صاحبها لما فيه من تعظيم قدر النبي صلى الله عليه وسلم وإظهار الفرح والاستبشار بمولده الشريف
মীলাদুন্নবী ছল্লাল্লাহু আালাইহি ওয়া সাল্লাম উদযাপন যা মূলতঃ মানুষদের সমবেত করা, কুরআনের অংশ-বিশেষ তেলাওয়াত, নবীজী ছল্লাল্লাহু আালাইহি ওয়া সাল্লাম -এর দুনিয়া শুভাগমন (বেলাদত) সংক্রান্ত ঘটনা ও লক্ষ্মণগুলোর বর্ণনা পেশ, অতঃপর তবাররুক (খাবার) বিতরণ এবং সবশেষে সমাবেশ ত্যাগ, তা উত্তম কাজ (উদ্ভাবন); আর যে ব্যক্তি এর অনুশীলন করেন তিনি সওয়াব অর্জন করেন, কেননা এতে জড়িত রয়েছে রাসূলুল্লাহ ছল্লাল্লাহু আালাইহি ওয়া সাল্লাম -এর মহান মর্যাদার প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন এবং তাঁর সম্মানিত বেলাদতের প্রতি খুশি প্রকাশ।’’

দলীলঃ ইমাম জালালুদ্দিন আস সৈয়ুতী রহমতুল্লাহি আলাইহি কৃত ‘আল-হাওয়ী লিল্ ফাতাওয়া’, ১ম খণ্ড, ২৯২ পৃষ্ঠা,( স্ক্যান কপি) মাকতাবা আল-আসরিয়া, বৈরুত, লেবানন হতে প্রকাশিত

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন